• July 27, 2024

মাইনী নদীর বুক ছিড়ে লঙ্গদুতে এগিয়ে যাচ্ছে সব চেয়ে বড় ব্রীজ নির্মাণের কাজ

মোঃ আব্দুর রহিম, লঙ্গদু প্রতিনিধি: একপ্রান্তে মাইনীমুখ বাজার,অন্য প্রান্তে গাথাছড়া,মাঝখানে বয়ে গেছে এক সময়ের খরস্রোতা মাইনী নদী।খরস্রোতা মাইনী নদীর বুক ছিড়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উপজেলার সব চেয়ে বড় ব্রীজ নির্মাণের কাজ।

 ২০১৫ সালে দৃষ্টি নন্দন এ ব্রীজের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এক সময়ের খরস্রোতা মাইনী নদীর উপর দিয়ে বয়ে যাওয়া এ ব্রীজটির অর্থায়ন ও নির্মাণ কাজ পরিচালনা করছেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড। ৫ বছরে বাস্তবায়ন যোগ্য  ৫৮০ ফুট লম্বা ও ২৩ ফুট প্রস্থের এ ব্রীজটিতে রয়েছে ১৭টি স্পান।

৪ বছরে এ বীজের নির্মাণ কাজ শিডিউল অনুযায়ী প্রায় এগিয়েছে বলে জানা যায়। সরেজমিনে গিয়ে ব্রীজের কাজের যে অগ্রগতি দেখা গিয়েছে,আশা করা যায় যথাসময়ে বীজ নির্মাণের কাজ শেষ হবে।মাইনীমুখ বাজার প্রান্ত দিয়ে ইতিমধ্যে ৮ টি স্পানের উপর ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ বীজের মাধ্যমে লঙ্গদু উপজেলার পূর্ব পাড়ের সাথে সংযোগ সৃষ্টি হবে। নতুন দ্বার উম্মোচিত হবে ব্যবসা বানিজ্যের। উপজেলার গাথাছড়া হয়ে কালাপাকুজ্জার মধ্য দিয়ে বাঘাইছড়ি উপজেলার সাথে সংযোগ সৃষ্টি করতে ব্রিজটি বিশেষ ভুমিকা রাখবে। ব্রীজটির নির্মাণ কাজ শেষ হলে এ এলাকায় পর্যটন শিল্পের এক অনন্য নজির স্থাপন হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post