মাইসছড়ি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা চ্যাম্পিয়ন মামা ভাগিনা একাদশ

শেয়ার করুন

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি:খাগড়াছড়ির জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি যুব সমাজ ও মাইসছড়ি ইউনিয়ন বিএনপি,অঙ্গ -সহযোগী সংগঠনের আয়োজনে ১৭ নভেম্বর ২০২৫ ইং সোমবার বিকাল ০৩.৩০ ঘটিকায় মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মামা ভাগিনা একাদশ বনাম মাইসছড়ি স্পোর্টিং ক্লাব এর মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভুঁইয়া,সাবেক এমপি কর্মসংস্থান বিষয়ক সহ- সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি ও সভাপতি, খাগড়াছড়ি জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এন আবছার, সাধারণ সম্পাদক,ক্ষেত্রমোহন রোয়াজা,সহ সভাপতি, মোশাররফ হোসেন যুগ্ম সম্পাদক, অনিমেষ চাকমা যুগ্ন সম্পাদক, মোহাম্মদ হোসেন বাবু, ক্ষুদ্র ঋন বিষায়ক সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক সহ মহালছড়ি উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল সাত্তার।

বিশাল এ জমকালো আয়োজনে মাইসছড়ি ফুটবল টুর্নামেন্টেের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১-০ গোলে মামা ভাগিনা একাদশ চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলায় অংশ নেয় মাইসছড়ি স্পোর্টিং ক্লাব ও মামা-ভাগিনা একাদশ। খেলায় এ দুই দলের টান টান উত্তেজনায় প্রথমার্ধে মামা-ভাগিনা একাদশ ০১ গোলে এগিয়ে থেকে খেলায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির মেয়াদকালে খাগড়াছড়ি জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হয়েছে। সেসব চিত্র তুলে ধরে ওয়াদুদ ভূইয়া আরও বলেন, তার মেয়াদকালে সড়ক যোগাযোগ, কৃষি, পর্যটন, শিক্ষাসহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করা হয়েছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ি -বাঙালী সকল সম্প্রদায়ের লোকজনের নিকট ধানের শীষের পক্ষে ভোট চান। এখানে যে সম্প্রতি লক্ষ করা গেছে তা যেন অটুট থাকে।আগামীতে নির্বাচিত হলে মাইসছড়িতে একটি স্টেডিয়াম করে দেয়া হবে।

উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর হতে চলমান এ ফুটবল খেলায় ২৩ টি দল অংশগ্রহণ করে আজ এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।