• November 13, 2024

মাইসছড়ি ইউনিয়ন পরিষদ শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৪নং ইউনিয়ন পরিষদ এর উদ্যেগে এলজিএসপি-৩, ২য় কিস্তি হতে দুর্গম ও শিক্ষায় অনগ্রসর এলাকার ৪ শিক্ষা প্রতিষ্ঠানকে আসবাবপত্র বিতরন করা হয়েছে।

৪ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মাইসছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আসবাবপত্র বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমাসহ সকল ইউপি সদস্য ও ৪ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিতরণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে, হাজাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ক্যায়াংঘাট বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, মানিকছড়ি মুসলিমপাড়া বর্ণমালা আইডিয়াল স্কুল, বুদ্ধ শিশুঘর স্কুল এন্ড কলেজ।

মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে সকল প্রকার পদক্ষেপ গ্রহন করেছে। এরই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রথম ধাপে ৪ শিক্ষা প্রতিষ্ঠানকে আসবাবপত্র বিতরনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এ ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post