খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিনাঙ্গায় বিজিবি’র অভিযানে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ ভারতীয় পণ্য আটক হয়েছে। ১৯ আগস্ট শনিবার খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল সোহেল আহমেদ এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ আগস্ট আনুমানিক সকাল ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে চালিতাছড়া বিওপি কমান্ডার না. সুবে. মো. রমজান আলী, বিজিবিএম, আইজিপিএস এর নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ টহল দল মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড এর ঘাগড়াছড়াপাড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ৪ বস্তা ভারতীয় অবৈধ মালামাল আটক করে। আটককৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার ঔষধ এবং লেহেঙ্গা টপস। যার বর্তমান বাজার মূল্য ১৪ লাখ ২৯ হাজার ৩৩০ টাকা।
আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার লেহেঙ্গা টপস, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা দেওয়া হবে। এছাড়া যৌন উত্তেজক ট্যাবলেট মাটিরাঙ্গা থানায় জিডি করে পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।