• July 27, 2024

মাটিরাংগার বজ্রপাতে নিহত পরিবারকে অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রোববার ভোরে বজ্রপাতে নিহত দুইজনের পরিবারকে অনুদান দেয়া হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের পক্ষ থেকে এ অনুদান দেয়া হয় বলে জানা গেছে।

রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক পক্ষে মাটিরাঙ্গার ইউএনও বিভীষণ কান্তি দাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত আয়েশা খাতুনের স্বামী মো. আব্দুল খালেকের হাতে ৪০ হাজার টাকা তুলে দেন। পরে তিনি বজ্রপাতে আহতদেরও খোঁজ নেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা থানার ওসি মো. শামসুদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, বড়নাল ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর, তাইন্দং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর প্রমুখ।

১৯ মে রবিবার ভোর ৫ টার দিকে বড়নাল ইউনিয়নের করিম মাষ্টার পাড়ায় বজ্রাঘাতে মো: আ: খালেকের পুত্র মো: মোমেন হোসেন(২৩) ও আয়েশা বেগম, স্বামী-মো: আ: খালেক(৫৫) এর মৃত্যু হয়। তারা দুজনই রামশিরার বাসিন্দা।

ভোরে বৃষ্টির সময় নিজের বসৎবাড়ীতে অবস্থানকালে বজ্রপাতের আঘাত প্রাপ্ত হলে তাদের সকাল ৮টার দিকে মাটিরাঙ্গা সদর পেয়ে অচেতন অবস্থায় নিয়ে আসেন এলাকাবাসী ও আত্মীয়রা। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। ঘটনার সময় ছেলে ঘরে সোয়া অবস্থায় ছিল আর মা দরজায় দাড়িয়ে ছিল। বসৎবাড়ীর ঘরের টিনের উপর বজ্রপাত হলে ছেলের চুল পুড়ে যায় এ সময়।ছেলেটি খাগড়াছড়ি সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র ছিল।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post