মাটিরাংগা উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আহমেদ জামিল
স্টাফ রিপোর্টার: জুনিয়র স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের বনফুল স্কুল থেকে পরীক্ষা দিয়ে ৬০০ নাম্বারের মধ্যে ৫৬১ নাম্বার পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। এছাড়াও মেধা তালিকায় উপজেলা ভিত্তিক ছেলেদের মধ্য থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে জামিল।
তার পিতা নূর মোহাম্মদ ও মাতাঃ আসমা আক্তার, তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তার ইচ্ছা সে ক্যাডেট কলেজে পড়বে এবং ভবিষ্যতে বিমানের পাইলট হওয়ার স্বপ্ন দেখে সে। একই ভাবে তার মা বাবার স্বপ্ন হচ্ছে তাদের সন্তান বড় হয়ে একজন মানুষের মত মানুষ হবে এবং সকলের মুখ উজ্জ্বল করবে।