• December 24, 2024

মাটিরাঙ্গায় ইয়াবাসহ ৩জন আটক

 মাটিরাঙ্গায় ইয়াবাসহ ৩জন আটক

মাটিরাঙ্গা প্রতিনিধি: মাটিরাঙ্গায় ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

৫ মে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা পৌর এলাকার বলিপাড়ার হাবিল মিয়ার বাড়ি থেকে ৫৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বলিপাড়া এলাকার হাবিল মিয়ার ছেলে মো. রজ্জব আলী (৪২), মিস্ত্রিপাড়ার মো. এছহাক মিয়ার ছেলে জোবায়ের বিন এছহাক ফয়সাল ও বলিটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম কিবরিয়া রনি (৩১)।

মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান ইরফান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা বলিপাড়ার হাবিল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে উপরিউক্ত ইয়াবাসহ তাদেরর কে আটক করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post