• May 18, 2024

মাটিরাঙ্গায় ইয়াবা এবং দেশীয় তৈরি চোলাই মদসহ আটক ২

 মাটিরাঙ্গায় ইয়াবা এবং দেশীয় তৈরি চোলাই মদসহ আটক ২

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে মাদক ও চোরাকারবারিদের দৌরাত্ম্য রুখে দিতে খাগড়াছড়ি জেলায় চলমান বিশেষ অভিযান এর অংশ হিসেবে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা এবং দেশীয় তৈরি চোলাই মদ সহ ২জনকে পৃথক অভিযানে আটক করার খবর পাওয়া গেছে।

৬ এপ্রিল শনিবার রাত আনুমানিক ১২টার দিকে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ০৬ নং ওয়ার্ড মাটিরাঙ্গা বাজারস্থ সরকারী কর্মচারী ক্যান্টিনের সামনে মাটিরাঙ্গা বাজার টু তবলছড়ি গামী পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ আব্দুল জলিল(৩৭), পিতা-মৃত সেকান্দার হোসেন,মাতা-মৃত জরিনা বেগম,সাং-পলাশপুর,০৪ নং ওয়ার্ড, মাটিরাঙ্গা পৌরসভা,থানা-মাটিরাঙ্গা, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা কে আটক পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করে বর্ণিত আসামীকে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে গ্রহন করা হয়।

মাটিরাঙ্গা থানার অপর একটি আভিযানিক দল  ৬ এপ্রিল শনিবার  রাত  আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ০৯নং ওয়ার্ডের বাইল্যাছড়িস্থ খাগড়াছড়ি বাজার ফান্ডের টোল ঘরের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী শাহীন তঞ্চঙ্গ্যা(২৭),পিতা-রাবনা তঞ্চঙ্গ্যা,মাতা-নিশকপুতি তঞ্চঙ্গ্যা,সাং-নড়াইছড়ি পাড়া,০৭ নং ওয়ার্ড, ০১ নং গিলাছড়ি ইউপি,থানা-রাজস্থালী জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা,বর্তমান সাং-১৩৫/৫,আহাম্মদবাগ,(ডলার বিল্ডিং গলি),থানা-সবুজবাগ,ডিএমপি,জেলা-ঢাকা কে আটক পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ তালিকা মূলে জব্দ করে বর্ণিত আসামীকে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে গ্রহণ করা হয়। বর্ণিত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post