• September 20, 2024

মা‌টিরাঙ্গায় বজ্রপাতে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

 মা‌টিরাঙ্গায় বজ্রপাতে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:  মা‌টিরাঙ্গায় আরফাত হো‌সেন (১০) না‌মে এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।  ২‌ মে বৃহস্প‌তিবার সকা‌লে উপ‌জেলার বর্ণাল ইউ‌পির ৯নং ওয়ার্ড ইব্রাহীমপুর এলাকা  এ ঘটনা ঘটে। আরাফাত স্থানীয় ইউসুপ মিয়ার ছে‌লে ও ফজলুল ক‌রিম নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র।

স্থানীয় ইউ‌পি সদস্য মো. আবু বক্কর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে সাংবাদিকদের জানান, সকা‌লে বাতা‌সের মধ্যে বা‌ড়ির আঙ্গিনায় ৩/৪জন শিশুসহ খেলা করার সময় বজ্রপা‌তে আরাফা‌তের মৃত্যু হয়।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনজার্চ কমল কৃঞ্চ ধর জানান, ঘটনার বিষয়টি সম্প‌র্কে তি‌নি অবগত নয়। ত‌বে খোঁজ নেয়া হ‌চ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post