মা‌টিরাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় গা‌ড়ির যন্ত্রাংশসহ ২জন আটক

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

মা‌টিরাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় গা‌ড়ির যন্ত্রাংশসহ ২জন আটক

স্টাফ রিপোর্টার: মা‌টিরাঙ্গায় অ‌বৈধ প‌থে আসা বিপুল পরিমাণ ভারতীয় গা‌ড়ির যন্ত্রাংশসহ দুই চোরাকাররিকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। আটককৃতরা হ‌লেন- উপ‌জেলার গোম

খাগড়াছড়িতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক এডভোকেসী সভা
মানিকছড়িতে অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৫০হাজার
দীঘিনালায় চার গুনীজনকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: মা‌টিরাঙ্গায় অ‌বৈধ প‌থে আসা বিপুল পরিমাণ ভারতীয় গা‌ড়ির যন্ত্রাংশসহ দুই চোরাকাররিকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

আটককৃতরা হ‌লেন- উপ‌জেলার গোমতী ইউপির দ‌ক্ষিণ শা‌ন্তিপুর এলাকার মো. জাকির হোসেনের ছে‌লে মো. বিল্লাল হোসেন (২১) ও উত্তর শান্তিপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছে‌লে মো. শাহ আলম (২৩)।  ১০ ন‌ভেম্বর শুক্রবার রা‌তে মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকা থেকে তা‌দের আটক করা হয়।

পুলিশ গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে অ‌বৈধ প‌থে আসা ভারতীয় মোটরসাইকেল ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশসহ তা‌দের আটক করে। এসময় মালামাল বহনকা‌রী রেজিস্ট্রেশনবিহীন এক‌টি সিএনজি গা‌ড়িও জব্দ করা হয়। আটকৃত যন্ত্রাং‌শের সর্বমোট বাজার মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

শ‌নিবার সকা‌লে ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে পু‌লিশ সুপার মুক্তা ধর ব‌লেন, আটককৃত‌দের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হ‌য়ে‌ছে। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।