• March 25, 2025

মাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়ে জখম, ছেলে আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা পারিবারিক কলহের জের ধরে গভীর রাতে বৃদ্ধ বাবা মো. আব্দুর রহিম (৭০) ও বৃদ্ধ মা আমেনা বেগম (৬০) কে কুপিয়ে হত্যার চেষ্ঠা করেছে আবুল কালাম কালন (৩৮) নামে এক মাদকাসক্ত ছেলে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় মাদকাসক্ত ছেলে আবুল কালাম কালনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার রাতে পৌনে ১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই সম্পত্তির ভাগ চেয়ে মা-বাবার উপর মানসিক নির্যাতন করে আসছিল ছেলে আবুল কালাম কালন। ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে মা-বাবাকে আবারো সম্পত্তির ভাগ-ভাটোয়ারা চেয়ে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। তারা টাকা দিতে অপারকতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে এলোপাতারি কুপিয়ে বাবা-মাকে গুরুতর জখম করে। এসময় তাদের চিৎকারে স্বজনসহ প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সত্যথা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, এঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post