• June 24, 2024

মা‌টিরাঙ্গায় মোটরসাই‌কেল চালকের আত্মহত্যা

 মা‌টিরাঙ্গায় মোটরসাই‌কেল চালকের আত্মহত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি: মা‌টিরাঙ্গায় ‌মো. সা‌কিব (১৯) না‌মের এক যুব‌ক আত্মহত্যা করেছে। সে পেশায় মোটর সাই‌কেল চালক। ১৫ ন‌ভেম্বর বুধবার সন্ধ্যায় উপ‌জেলার আমতলী ইউ‌পির ৬নং ওয়ার্ড র‌হিম সর্দারপাড়ায় এ ঘটনা ঘ‌টে। সা‌কিব স্থানীয় কানু মিয়ার ছে‌লে।

নিহ‌তের বড় বোন জামাই আব্দুল জ‌লিল জানান, সা‌কিব প্রতি‌দি‌নের মত বুধবার বিকালে এলাকার আলী নোয়া‌জের চা দোকা‌নে যায়। রা‌তে বা‌ড়ি‌তে না ফির‌লে অ‌নেক খোঁজাখো‌জি ক‌রে আনুমা‌নিক রাত ৩টার দিকে তাদের পুরান বা‌ড়ি‌তে আম গাছের সা‌থে ঝুলন্ত অবস্থায় দেখ‌তে পে‌য়ে পু‌লিশকে খবর দেয়া হয়। খবর পে‌য়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায় পুলিশ।

নিহ‌তের জেঠা মো. হা‌নিফ জানান, দুই ভাই ও এক বো‌নের ম‌ধ্যে সা‌কিব সবার ছোট। দেড় মাস আ‌গে তার বি‌য়ে হয়। সংসার নি‌য়ে সু‌খেই ছিল। কী কার‌ণে আত্মহত‌্যা ক‌রে‌ছে তা জা‌নিনা।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌ল থেকে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে‌ছে। থানায় অপমৃত্যুর মামলা হ‌য়ে‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌ণে ‌বিধি মোতা‌বেক আই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post