• February 19, 2025

মাটিরাঙ্গার সাপমারার পাহাড়ের খাদ থেকে বাসদ নেতার মরদেহ উদ্ধার

 মাটিরাঙ্গার সাপমারার পাহাড়ের খাদ থেকে বাসদ নেতার মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গা সাপমারা এলাকার একটি সেতুর নিচ থেকে বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমরেড জাহেদ আহমেদ টুটুল (৬০)এর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ সেপ্টেম্বর রবিবার সকালে তার ঘনিষ্টজনেরা মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত জাহেদ আহমেদ টুটুলের আত্মীয় পলাশ চৌধুরী নামে এক ব্যবসায়ী জানান, শনিবার (১১সেপ্টেম্বর) দিনের বেলায় তিনি (টুটুল) তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি জেলা সদরে যান। পরে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে মাটিরাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় তার সহকর্মীরা চারদিকে খোঁজাখুজি করতে থাকেন।

অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে রবিবার সকালে মাটিরাঙ্গা উপজেলার ঢাকা-চট্টগ্রাম প্রধান সড়কের সাপমারা এলাকার একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, রাতে খাগড়াছড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কমরেড জাহেদ আহমেদ টুটুল পেশায় একজন কৃষিজীবী এবং বাসদ’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post