• December 12, 2024

মাটিরাঙ্গায় অগ্নিনির্বাপনী মহড়া

মাটিরাঙ্গা প্রতিনিধি: শুষ্ক মৌসুমে অগ্নি সংযোগ সংক্রান্ত দুর্ঘটনা বেড়ে যায় মন্তব্য করে মাটিরাঙ্গা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ ইমরাউল কায়েস ইমরুল বলেছেন, অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা এড়াতে স্থানীয় সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। এ সময় তিনি অনাকাংঙ্খিত অগ্নি দূর্ঘটনা নিয়ন্ত্রনে সকলের বাড়ীতে পানি ও বালি মজুদ রাখার আহবান জানান।

বুধবার সকালে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ ফিল্ড আর্টিলারী রেজিমেন্ট ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশনের যৌথ উদ্যোগে এক অগ্নিনির্বাপনী মহড়া পরিদর্শনকালে এ সব কথা বলেন।

অগ্নি নির্বাপনী মহড়ায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মাটিরাঙ্গার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল হাশেম, মাটিরাঙ্গা সদর ওয়ার্ড কাউন্সিলর মো: শহিদুল ইসলাম সোহাগ, মাটিরাঙ্গা ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধরণ সম্পাদক মোঃ সোহাগ মজুমদার, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মালেক।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post