• December 12, 2024

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

অন্তর মাহমুদ: সারা দেশের মতো মাটিরাঙ্গা উপজেলাতেও মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস / ২০১৮ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে, প্রধান সড়কের পাশে প্রায় অর্ধঘন্টা দাঁড়িয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেন বিভিন্ন শ্রেনির পেশার মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)‘র সভাপতি মো: আবদুর রহিম এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম।

মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও মাটিরাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ মো: কেফায়েত উল্যাহ‘র সঞ্চালনায় সভায় বিশেষঘ অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা বনশ্রী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সততা সংঘের উপদেষ্টা মো: মোস্তফা কালাম, মাটিরাঙ্গা মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী মায়মুনা মিয়াজী প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সদস্য মো: শাহ আলম, মো: মানিক মিয়া, মো: জেবল হক, মো. মুনছুর আলী, তবলছড়ি ইউনিয়ন দুপ্রক সভাপতি , আমতলী ইউনিয়ন দুপ্রক সাধারণ সম্পাদক ,সাংবাদিক সাগর চক্রবর্তী কমল,জসিম উদ্দিন জয়নাল প্রমুখ। সভায় বক্তারা উপস্থিত শিক্ষার্থী ও অতিথিবৃন্দের উদ্দেশ্যে বলেন, দুর্নীতিকে রুখতে সকলে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আগামী প্রজন্মকে দুর্নীতি মুক্ত রাখতে পারিবারিক পর্যায়ে দুর্নীতির ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করতে হবে। মিথ্যা সকল দুর্নীতির প্রধান কেন্দ্রবিন্দু উল্লেখ করে বক্তারা যার যার অবস্থান থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান সমাজের সব শ্রেনির মানুষের প্রতি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post