মাটিরাঙ্গায় আম কাঁঠালের বস্তায় গাঁজা, পাচারকারি আটক

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

মাটিরাঙ্গায় আম কাঁঠালের বস্তায় গাঁজা, পাচারকারি আটক

মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। ২১ মে রোববার বেলা ১১টার

খাগড়াছড়িতে দেশের বিভিন্ন জেলায় সহিংসতার প্রতিবাদে গণ অবস্থান ও সমাবেশ
পানছড়ি উপজেলা কৃষক লীগের উদ্যোগে নগদ এক হাজার টাকা করে র্আথিক সহায়তা প্রদান
মানিকছড়িতে তিনটহরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

২১ মে রোববার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা শান্তি কাউন্টার থেকে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিনব কায়দায় আম, কাঁঠালের বস্তায় করে মাদক পাচার করছিল এমন গোপন সূত্রের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়ার নির্দেশনায় এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাটিরাঙ্গা শান্তি কাউন্টার থেকে আম, কলা, কাঁঠালের বস্তায় থাকা তিনটি পেকেট থেকে প্রায় তিন কেজি গাঁজাসহ শফিউল আলম (৩০) কে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

গাঁজাসহ আটককৃত শফিউল আমতলী ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড করল্যাছড়ি এলাকার নুরু সর্দার পাড়ার শাহাআলমের ছেলে। সে পেশায় ওই এলাকায় চা দোকানদার। মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।