• January 15, 2025

মাটিরাঙ্গায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গায় ৫০ পিস ইয়াবাসহ রাজু চাকমা (২৬) নামের অবৈধভাবে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

১৯ মে রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতি অভিযান চালানো হয়। গৌমতি ইউনিয়নের কালাপানিস্থ ডাকাতিয়া রোড়ের নজরুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে রাজু চাকমাকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাজু চাকমা ভারতের ত্রিপুরা রাজ্যের শিলাছড়ি থানার আমতলি গ্রামের মৃত নয়ন তারা চাকমা ও রাহুল চাকমার সন্তান বলে জানা গেছে।

মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মোঃ শামছুদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬ এর ১ টেবিল ১০(ক) ধারা অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post