• December 21, 2024

মাটিরাঙ্গায় ইয়াবাসহ ২যুবক আটক

স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে নিরাপত্তাবাহিনী। আজ মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে তাদেরকে মাটিরাঙ্গা পৌরসভাধীন মুসলিমপাড়া এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১‘শ ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের আশরাফ চৌধুরীর ছেলে দ্বীন ইসলাম (২২) ও মাটিরাঙ্গার মিস্ত্রিপাড়ার মোঃ ইসহাক মিয়ার ছেলে জুবায়েদ বিন ইসহাক শান্ত (২১)।

যুবকদ্বয় পাশের উপজেলা গুইমারা থেকে ইয়াবা ক্রয় করে বিক্রি করার উদ্দ্যেশ্যে মাটিরাঙ্গায় নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তাবাহিনীর সদস্যরা এ দুই যুবককে আটক করে। এসময় তাদের সাথে থাকা ১‘শ ২৩পিস ইয়াবা উদ্ধার করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। আটক যুবকদ্বয় দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনসহ ব্যাবসার সাথে জড়িত বলে নিরাপত্তাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে দ্বীন ইসলাম ও জুবায়েদ বিন ইসহাক শান্ত।

আটককৃতদের মাটিরাঙ্গা থানা পুলিশে হস্থান্তরের প্রক্রিয়াচলছে বলে মাটিরাঙ্গা সেনা জোন সুত্র নিশ্চিত করেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post