• December 12, 2024

মাটিরাঙ্গায় এক স্কুল ছাত্রীর মৃত্যুর কারণ রহস্যজনক

স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী মমতাজ জাহান মোহনা (১৫) নামে রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৩ সেপ্টেম্বর রোববার সকালে মোহনা ক্লাস রুমে মাথা ঘুরে পড়ে যায়। তাৎক্ষনিক শিক্ষকরা তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাটিরাঙ্গার চৌধুরী পাড়ার আব্দুল মান্নানের মেয়ে।

মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাশেম সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ে মাঝে মধ্যে শিক্ষার্থীরা বেশি রোদ ও শারীরিক অসুস্থতার কারণে মাথা ঘুরে পড়ে যায়। মোহনা ক্লাসে মাথা ঘুরে পড়ে যাওয়ায় আমরা তেমন ঘটনা ভেবেছি। কিন্তু তার এমন মৃত্যু হবে আমরা কোনভাবেই মেনে নিতে পারছিনা।

মাটিরাঙ্গা থানার ওসি সৈয়দ মো: জাকির হোসেন জানান চিকিৎসকের বরাত দিয়ে জানান, মোহনা অতিরিক্ত প্রেসারের ট্যাবলেট খাওয়া কারণে এমনটা হতে পারে। তবে ঘটনার রহস্য এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post