মাটিরাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে, যুব সমাজকে মাদকমুক্ত করার আহবান

মাটিরাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে, যুব সমাজকে মাদকমুক্ত করার আহবান

অন্তর মাহমুদ: মাদকাসক্তি, ইফটিজিং ও সন্তাসী কর্মকান্ড বন্ধে নিজ নিজ পরিবারের অভিভাবকদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মন্তব‍্য করে কমিউনিটি প

মিঠুন চাকমা ইউপিডিএফ প্রসীত দলের অন্ত:কলহে নিহত হয়েছেন- ইউপিডিএফ গণতান্ত্রিক
অপহৃত দুই নেত্রীকে উদ্ধারের দাবীতে মহালছড়িতে মানববন্ধন
দীঘিনালায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

অন্তর মাহমুদ: মাদকাসক্তি, ইফটিজিং ও সন্তাসী কর্মকান্ড বন্ধে নিজ নিজ পরিবারের অভিভাবকদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মন্তব্য করে কমিউনিটি পুলিশিং সাথে যুক্ত সদস্যদের আরো বেশি বেশি থানা পুলিশকে সহযোগিতা করার আহবান জানান । সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম এসব কথা বলেন।

সভায় বক্তারা যুব সমাজকে মাদকমুক্ত করা, চোরাচালান বন্ধে পুলিশি কার্যক্রম জোরদার, প্রতিটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কার্যালয় স্থাপন, শান্তি শৃঙ্খলা রক্ষয় কমিউনিটি পুলিশিং সদস্যদের দায়িত্ব পালনে জনগনের এগিয়ে আসার আহবান জানান বক্তারা ।

দিবসটি পালন উপলক্ষে শনিবার ২৯ অক্টোবর সকালে মাটিরাঙ্গা পৌরসভা প্রাঙ্গন থেকে ব্যানার ফেস্টুনে সজ্জিত একটি বর্নিল র্যালি উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মাটিরাঙ্গা থানা প্রাঙ্গণে এসে শেষ হয় ।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর মোঃ ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে এরা বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হারুনুর রশিদ, বাংলাদেশ ছাত্রলীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ তছলিম উদ্দিন রুবেল, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ হারুন, গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তফাজ্জল আহমদ, মাটিরাঙ্গা প্রেসক্লাব এর সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রইচ উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা ঊপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সার্কেলের সহকারি পুশিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ ।

এ সময় বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমত উল্লাহ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।