• December 13, 2024

মাটিরাঙ্গায় দরিদ্রদের খাদ্য সহায়তা নিয়ে সাবেক শিক্ষার্থীরা

নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: সারা বিশ্বের ন্যায় দেশজুড়ে মহামারী সৃষ্টিকারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাটিরাঙ্গাতেও চলছে অঘোষিত লকডাউন। বাস্তবিক অর্থে রাষ্ট্রিয় নির্দেশনা অনুযায়ী এলাকার মানুষ ঘরবন্ধী ও কর্মহীন জীবন যাপন করছে প্রায় ৩ সপ্তাহ। ফলে আর্থিক অভাব অনটনে পড়েছেন বিভিন্ন প্রেণিপেশার মানুষ। এ সব বিপদগ্রস্ত মানুষগুলোর বাড়িতে খাদ্যসামগ্রীর প্রয়োজনীয়তা অনুভব করেই মানবিকতার হাত বাড়িয়েছেন মাটিরাঙ্গা পাইলট হাই স্কুলের-২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা।

৬ এপ্রিল রাতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তারা সমন্বিত উদ্যোগে নিজেদের অর্থায়নে মোট ৫৬ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (ত্রাণ) বিতরণ করেছেন। খাদ্যসামগ্রী(ত্রানের) প্রতিটি প্যাকেটের ভেতরে দেওয়া হয়- চাল -৩ কেজি, আলু- ২ কেজি, ডাল- ৫০০ গ্রাম, পেঁয়াজ – ৫০০ গ্রাম, লবন – ৫০০ গ্রাম, সয়াবিন তেল – ৫০০ মি.লি ও ১ টি লাইফবয় সাবান। নিজেরাই তালিকা তৈরির মাধ্যমে যারা অপেক্ষাকৃত বেশী কষ্টে আছেন তাদের বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্যসহায়তা পৌছে দেন।

কারো নাম প্রকাশ না করে এবং ছবি না তুলেই আয়োজকরা এই মহতী কাজ শেষ করেছেন মন্তব্য করে তারা বলেন, যুবদেরই দেশের এই পরিস্থিতিতে রাস্ট্রকে সহযোগিতা করা প্রয়োজন। দেশের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অসহায়দের কল্যাণে এগিয়ে আসাই প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তারা দেশের এমন অচলাবস্থায় সবাইকে পরস্পরের কল্যাণে এগিয়ে আসার আহবান জানিয়ে জনসাধারণকে সামনের দিনগুলোতে সরকারের প্রতিটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের আহবান জানান।

এ সময় তারা এ কাজে সহযোহিতা করায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভীষণ কান্তি দাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post