Homeস্লাইড নিউজশিরোনাম

মাটিরাঙ্গায় কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার

মাটিরাঙ্গা প্রতিনিধি:  মাটিরাঙ্গাতে মোঃ আবুল বশার নামের এক কাঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ মে শুক্রবার সকালে উপজেলার বেলছড়ি বাংলা টিলা থেকে

রামগড়ে “টাউন হল মিটিং” সভা অনুষ্ঠিত
লক্ষীছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসী আটক
মানিকছড়িতে বোরো ধান সংগ্রহ শুরু

মাটিরাঙ্গা প্রতিনিধি:  মাটিরাঙ্গাতে মোঃ আবুল বশার নামের এক কাঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ মে শুক্রবার সকালে উপজেলার বেলছড়ি বাংলা টিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় তার মাথায় একটি জখম দেখা যায়। এছাড়াও হাত পা এবং গলায় দড়ির দাগ দেখা গেছে। মৃত আবুল বশার স্থানীয় মোঃ শাহাজান মিয়ার ছেলে। তার ৩ মেয়ে ও এক ছেলে রয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে গভীর জঙ্গলে ফেলে দেয়া হয় বলে ধারনা করা হচ্ছে।

এবিষয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, এটি একটি নির্মম হত্যাকান্ড। এ হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় আনা হবে। এছাড়াও লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।