মাটিরাঙ্গায় গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী
শাহ আলম রানা: সম্প্রতি পার্বত্য জেলা খাগড়াছড়ি’র মাটিরাঙ্গা উপজেলার দুর্গম কালা পাহাড় সংলগ্ন দুইল্লাতলী গ্রামে প্রায় দু’শ বিঘা জমিতে গড়ে উঠা গাঁজা ক্ষেত ধ্বংসের সপ্তাহ অতিক্রম না করতেই মাটিরাঙ্গার দুর্গম হিলছড়ি এলাকায় তিন বিঘা গাঁজা ক্ষেত ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোনের টহল দল।
গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার মাটিরাঙ্গা সেনা জোনের তৈকাতাং সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাসিফ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালায়। এসময় পাহাড়ের ঢালুতে এ গাঁজা ক্ষেতের সন্ধান পায়। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে স্থানীয়রা আগুনে পুড়িয়ে গাঁজা গুলো ধ্বংস করে।
এর আগে গত শনিবার মাটিরাঙ্গার কাপপাড়া নামক স্থানে অপর এক অভিযান চালিয়ে ১বিঘা জমির গাঁজা ক্ষেত ধ্বংস করে নিরাপত্তা বাহিনী। এসময় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে গাঁজা চাষী।
মাটিরাঙ্গা সেনা জোনের জোন সিকিউরিটি অফিসার মেজর আরেফিল শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ধারনা করা হচ্ছে ওই এলাকার আশেপাশে আরো গাঁজা চাষ হয়ে থাকতে পারে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বিশেষ এক গোষ্ঠীর ছত্রছায়ায় পার্বত্য খাগড়াছড়ি’র দুর্গম পাহাড়ে চাষ হচ্ছে নিষিদ্ধ গাঁজা। মূলত লোকচক্ষুর অর্ন্তরালে করতেই গজাঁজা চাষের জন্য দুর্গম পাহাড়ি এলাকাকে বেছে নেওয়া হয়েছে। দুর্গম পাহাড়ে লোকচক্ষুর অর্ন্তরালে রীতিমত গাঁজার সাম্রাজ্য গড়ে তোলা হয়। এছাড়াও সাধারণ উপজাতীয়দের গাঁজা চাষে বাধ্য করা হচ্ছে একটি সন্ত্রাসী গ্রুপ।
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসব মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারীদের আটক করার অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছে সচেতন মহল।