• February 19, 2025

মাটিরাঙ্গায় গাছকাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সাথে বিজিবির সংঘর্ষে নিহত ৫, আহত ১

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকায় মঙ্গলবার বেলো সাড়ে ১১টার দিকে ব্যক্তিমালিকানাধীন বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি’র সাথে গ্রামবাসীর সংঘর্ষে ১জন বিজিবি সদস্যসহ ৫জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্র জানায়, বাগান মালিক সাহাব মিয়া সকালে তার নিজের বাগান থেকে বেশকিছু গাছ কাটেন। গাছগুলো গাড়িযোগে নেয়ার সময় অবৈধ দাবি করে বিজিবি সদস্যরা জব্দ করে তাদের হেফাজতে নিতে চায়। এক পর্যায়ে পুরো এলাকাবাসী সমবত হয়ে বিজিবি সদস্যদের প্রতিহত করার চেষ্টা করলে এলাকবাসীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বিজিবি সদস্যরা জড়ো হওয়া লোকদের নিয়ন্ত্রণে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই ৪০ বিজিবি সদস্য শাওন এবং বাগান মালিক মোঃ সাহাব মিয়া প্রকাশ মুছা (৫০) মারা যান। গুরুতর আহত অবস্থায় সাহাব মিয়ার ছেলে আহম্মদ আলী ও স্থানীয় মোঃ আলী আকবরকে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর স্বামী ও সন্তানের মৃত্যু সংবাদ শুনে সাহাব মিয়ার স্ত্রী রঞ্জু বেগম হার্ডএ্যাটাক করে মারা যান বলে জানা গেছে।

এছাড়া গুরুতর আহত অবস্থায় মো: মফিজ মিয়া ও মো: হানিফ নামের দুই গ্রামবাসীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মফিজ মিয়া পথিমধ্যে মারা গেছেন বলে জানা গেছে।

মাটিরাঙ্গা পৌর মেয়র সামছুল হক সাংবাদিকদের জানান, একজন বিজিবি সদস্যসহ পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। গাছ কাটাকে কেন্দ্র করে অনাকাংক্ষিত ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মো: আব্দুল আজিজসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শনে করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এলাকাবাসীকে শান্ত থাকার আহবান জানান।

অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ কওে যাচ্ছি।

এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post