• December 10, 2024

মাটিরাঙ্গায় জমিলা ফার্মিসিতে অভিযানে ভূয়া ডাক্তার আটক, এক বছরের কারাদন্ড

মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে জমিলা ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ভূয়া ডাক্তার আটক হওয়ার খবর পাওয়া গেছে। ভূয়া সনদধারী মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো: সিফাত হাসান শাহীন নামে আটকৃত ঐ ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ। ১৮ জানুয়ারি শনিবার দুপুরের দিকে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের কোনো বৈধ সনদ, এমবিবিএস (ঢাকা)২৮তম বি সি এস, এফ সি পি এস (মেডিসিন) সি,সি,ডি (বারডেম) ডিগ্রির কোন বৈধ কাগজ দেখাতে না পারায় ডা: মো: সিফাত হাসান শাহীন‘রকে ভ্রাম্যমাণ আদালত দোষি সাব্যস্ত করে ১ বছরের কারাদন্ডে দন্ডিত করেন।

জানা গেছে, আটক ভুয়া নামধারী ডা: মো: সিফাত হাসান শাহীন ঢাকার কদমতলী ১২৩৬ ধনিয়া গ্রামের মো: জজ মিয়ার ছেলে বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ সাংবাদিকদের জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসার কোনো বৈধ সনদ দেখাতে পারেননি তিনি। সে ভূয়া সনদের নামধারী ডাক্তার নিজে স্বীকার করেছে ভ্রাম্যমাণ আদালতের কাছে। তাই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন (২০১০)২৯ ধারায় ভূয়া পদবী ও নাম ব্যবহারের অপরাধে তাকে একবছরে কারাদন্ড প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন, বি,জি,সি ট্রাষ্ট মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা: ময়নাল হোসেন, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মো: ইমরান হোসেন, ডা: নাহিদা আক্তার, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: ওমর ফারুক, ডা: মো: শরিফুল ইসলাম, মাটিরাঙ্গা থানা পুলিশের এস আই খুরশিদ আলম।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post