• October 12, 2024

মাটিরাঙ্গায় ট্রাকের ভিতর থেকে চালকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় উপজেলায় মোঃ দেলোয়ার হোসেন (৩১) নামে এক ট্রাকচালকের পেট কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ মে শনিবার আনুমানিক সকাল ৮টার দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনের সামনে ট্রাকের ভেতর স্থানীয় লোকজন  লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থৗ থেকে পুলিশ লাশ উদ্ধার  করে থানায় নিয়ে আসে।

নিহত দেলোয়ার হোসেন মাটিরাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর আদর্শগ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে। সে আমিন মিয়া কোম্পানির ট্রাকের ড্রাইভার।  জানা গেছে, শনিবার সকালে বাঁশ লোড করার জন্য বারবার ফোন করেও দেলোয়ার হোসেনকে না পাওয়ায় গাড়ির শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  পুলিশ  ট্রাকের দরজার লক ভেঙে  ট্রাকের কেবিন থেকে মরদেহটি উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post