মাটিরাঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গায় বড়নাল ইউনিয়নের ডাকবাংলায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মো. রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। একই ঘটনায় খোকন বণিক (৪৫) নামে অপর এক মোটরসাইকেল যাত্রী আহত হয়েছে।
১৯ এপ্রিল, মঙ্গলবার ৬টার দিকে ডাকবাংলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া তবলছড়ি নতুন বাজার এলাকার মেরাজুল ইসলামের ছেলে।
জানা যায়, সে তবলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব। বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।