মাটিরাঙ্গায় দেশীয় তৈরী চোলাই মদসহ আটক ১
স্টাফ রিপোর্টার: গত ১১মার্চ তারিখ বিকাল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরী চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে।
মাটিরাঙ্গা বাজার শান্তি কাউন্টারের সামনে হতে মোঃ হাবিব উদ্দিন(৩২), পিতা-মৃত নুরুল হককে আটক করা হয়। ফতেপুর, হাটহাজারী নিজ বাড়ি বলে জানা গেছে।
তার কাছে ৫৪ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজ করা হয়েছে। মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মোজাম্মল হোসেন এ অভিযান পরিচালনা করেন।