মাটিরাঙ্গায় নির্বাচনী প্রচারণায় আ’লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১১
স্টাফ রিপোটার: মাটিরাঙ্গায় নির্বাচনী প্রচার কালে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে । ১৫ডিসেম্বর শনিবার বিকেলে মাটিরাঙ্গায় কাজী পাড়ায় এলাকায় এই ঘটনা ঘটেছে।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, মাটিরাঙ্গার কাজী পাড়া এলাকায় ধানের শীষের প্রচারণায় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে। এতে পৌর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো.আরিফুল ইসলাম, ৩নং ওর্য়াড বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমানসহ ৭ জন আহত হয়েছে। এই সংঘর্ষের সূত্র ধরে মাটিরাঙ্গা বাজারেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মাটিরাঙ্গা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন জানান, আমাদের নেতাকর্মীরা পূর্ব নির্ধারিত সভায় যোগ দিতে কাজী পাড়ার ওয়ার্ড কার্যালয়ে আসে। এসময় গনসংযোগ থেকে ফেরার পথে বিএনপির লোকজন আমাদের অফিসে হামলা করে। এতে মো. রাকিব হোসেন, শওকত আকবর, বসির আহমদ, নূর নবী আহত হয়। এসময় মাটিরাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি মো.শাসুমল হককে লাঞ্ছিত করার চেষ্টা করে। এসময় দুই পক্ষই তাৎক্ষণিক বিক্ষোভ করে । এ ঘটনায় মাটিরাঙ্গা বাজারে উত্তেজান ছড়িয়ে পড়লে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি পরিস্থিতি শান্ত হয়। ।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন সাংবদিকদদের জানান, ‘সম্ভবত বিএনপির প্রচারণার গাড়িকে লক্ষ্য কেউ ঢিল ছুড়েছিল । এরই প্রেক্ষিতে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।