• February 18, 2025

মাটিরাঙ্গায় পাহাড়ের লেক ধেকে নারীর লাশ উদ্ধার

 মাটিরাঙ্গায় পাহাড়ের লেক ধেকে নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: মাটিরাঙায় দুই পাহাড়ের গভীর খাদে সৃষ্ট লেকের পানি থেকে সবিতা ত্রিপুরা (২০) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৪ আগষ্ট বুধবার সকালে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের দুর্গম বেহাদন্ত কারবারী পাড়া থেকে এ মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

জানা যায়, সবিতা ত্রিপুরা মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেহাদন্ত কারবারীপাড়ার বাসিন্দা কবিসা ত্রিপুরা স্ত্রী। সে উর্মি নামে দেড় বছরের এক কন্যা সন্তানের জননী।

জানা গেছে, মঙ্গলবার (৩ আগষ্ট) দুপুরের দিকে বাড়ির অদুরে সমাজয় ত্রিপুরার বাড়ি নীচে দুই পাহাড়ের গভীর খাদে সৃষ্ট লেকে পানি আনতে যায়। দিন গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়ি ফিরে না আসলে খোজাখুজির এক পর্যায়ে সমাজয় ত্রিপুরা বাড়ির পাশে দুই পাহাড়ের নীচে সৃষ্ট লেকে তার ভাসমান মরদেহ দেখতে পায়।

স্থানীয় ইউপি মেম্বার মিলহন ত্রিপুরা মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দিলে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টীম সমাজয় ত্রিপুরা বাড়ির পাশে প্রায় ৪০০ ফুট খাদে সৃষ্ট লেক থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ৬/৭ কিলোমিটার দুর্গম পাহাড়ী পথ পায়ে হেটে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাথমকি ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড।

পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছীড় জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post