• October 7, 2024

মাটিরাঙ্গায় বিনা প্রতিদ্বন্ধিতায় সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ শাহজাহান

মাটিরাঙ্গা প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি এর দ্বি-বার্ষিক নির্বাচনে কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মো: শাহজাহান মিয়া ওরফে শাহজাহান কোং।

সমবায়ের নিয়মানুযায়ী নির্বাচনের মাধ্যমে কার্যকরী সদস্য পদে সর্বমোট ০৫ জন প্রার্থী নির্বাচিত হবেন। নির্বাচনী তফসীল ঘোষনার পর সমবায় কার্যালয় থেকে ০৬ জন ব্যবসায়ী কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করার লক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ২২ ও ২৩ মে।

কিন্তু ১২ জুন সদস্য পদে নির্বাচনী লড়াইয়ের মাঠ থেকে মনোনয়ন ফরম সংগ্রহকারী মোঃ শাহীন সরকার নামে একজন তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোঃ শাহজাহান কোং সহ অপরাপর আরো অন্তত ৪ জন সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে যান।

মাটিরাঙ্গা উপজেলা সমবায় কার্যালয় সূত্র মতে, প্রত্যাহারকৃত সদস্যের মনোনয়ন ফরম গৃহীত হয়েছে এবং অবশিষ্ট ০৫ জনকে বিনা প্রতিদ্বন্ধিতায় কার্যকরী সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। ফলে আর সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে না।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post