মাটিরাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ, আটক ১

খাগড়ছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আব্দুল হান্নান (৫২) নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৪ এপ্রিল) রা

‘করোনা’ রোধে ব্যস্ত সময় পার করছেন মহালছড়ির ইউএনও
পানছড়িতে চক্ষু চিকিৎসা ক্যাম্পিং এর উদ্বোধন
অবৈধ সেনা অভিযানে অস্ত্র এবং পোষ্টার উদ্ধার
খাগড়ছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আব্দুল হান্নান (৫২) নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার নতুনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মো. আব্দুল হান্নান মাটিরাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের আব্দুল গফফারের ছেলে। তিনি পেশায় মাহিন্দ্রচালক।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, আটককৃত ব্যক্তি মাটিরাঙ্গা উপজেলার ওয়াছু এলাকা থেকে মাহিন্দ্রযোগে ভারতীয় ওষুধ খাগড়াছড়ি নিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে ধরা পড়ে। এসময় মাহিন্দ্র থেকে দুই লাখ ৬৪০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়। একই সাথে পরিবহন কাজে নিয়োজিত মো. আব্দুল হান্নানকে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, মো. আব্দুল হান্নানকে থানায় হস্তান্তর করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় ওষুধ আমদানি রোধে সেনাবাহিনী কাজ করছে।