মাটিরাঙ্গায় ভারতীয় শাড়িসহ ২ ছাত্রলীগ নেতা আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: মাটিরাঙ্গায় ১৪৬ পিস ভারতীয় শাড়িসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলের দিকে মাটিরাঙ্

৯ বছরেও চালু হয়নি খাগড়াছড়ি’র বিভিন্ন উপজেলায় নির্মিত মডেল ছাত্রাবাসগুলো
রামগড়ে ৪র্থ দিনের লকডাউনে কঠোর অবস্থান, প্রয়োজন ছাড়া বের হলেই অর্থদন্ড
রামগড় তথ্য বিভাগের সহযোগীতায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে চলচ্চিত্র প্রদর্শনী”

খাগড়াছড়ি প্রতিনিধি: মাটিরাঙ্গায় ১৪৬ পিস ভারতীয় শাড়িসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলের দিকে মাটিরাঙ্গা সদরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন একটি টিনশেড ঘর থেকে এই ২জনকে আটক করা হয়।

বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ আটককৃতরা হলো, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুয়েল চাকমা ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন রুবেল।

জানা গেছে, মাটিরাঙ্গা সদরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন একটি টিনশেড ঘরে বিক্রির উদ্দ্যেশে মজুদ করা ভারতীয় শাড়ি রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশ অভিযান চালায়। এসময় ১৪৬ পিস ভারতীয় শাড়িসহ ২ ছাত্রলীগ নেতাকে আটক করে। যার বাজার মুল্য প্রায় তিন লাখ টাকা।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন ভুইয়া বলেন, ১৪৬ পিস ভারতীয় শাড়িসহ ২ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।