মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যালয় উদ্বোধন
মাটিরাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি মন্তব্য করে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ শামছুল হক বলেছেন, সময়ের সাথে ক্রমবর্ধমান শিক্ষার্থীদের চাহিদা মোকাবেলায় মাটিরাঙ্গা পৌর এলাকায় আরো একটি উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা খুবই দরকার। সেই প্রতিষ্ঠানের নামের সাথে যদি মুক্তিযোদ্ধাদের নাম যুক্ত করা হয় তাহলে সেটা ভাল হবে। তিনি উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নতুন করে বিদ্যালয় স্থাপনের জন্যে জায়গার যোগান দেয়ার জন্য পরামর্শ দিয়ে অবকাঠামো নির্মাণ সহ প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
শুক্রবার ০৫ এপ্রিল সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান ও মৃত এবং শারিরীকভাবে অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের মাধ্যমে নিজেদের জীবন বাজি রেখে যারা দেশকে স্বাধীন করেছিল তাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো: তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধানে দেশের স্বাধীনতা সম্পর্কে মুক্তিযুদ্ধের বিষয়টি অন্তর্ভূক্ত থাকলেও বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোন স্বীকৃতি নেই। তিনি দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দেয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি মোঃ আবুল হাশেম,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ হারুন মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আলী আহসান নয়ন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এম হুমায়ুন মোর্শেদ খানসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে আগত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানগন উপস্থিত ছিলেন।