• November 2, 2024

মাটিরাঙ্গায় লাইসেন্সবিহীন হোটেল-রেস্টুরেন্টে অভিযান, জরিমানা আদায়

 মাটিরাঙ্গায় লাইসেন্সবিহীন হোটেল-রেস্টুরেন্টে অভিযান, জরিমানা আদায়
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় লাইসেন্স বিহীন হোটেল-রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠান কে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 ১২ সেপ্টেম্বর মঙ্গলবার  সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা পৌর এলাকায় অবস্থিত হোটেল-রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন,মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,জেলা প্রশাসকের নিবন্ধন ও লাইসেন্স না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪-এর ৭ ধারা লঙ্ঘনের দায়ে মাটিরাঙ্গা আবাসিক হোটেল ও হাজী হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post