• December 11, 2024

মাটিরাঙ্গায় শ্লীতাহানীর অপরাধে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গা উপজেলায় শিশু শীলতাহানির চেষ্টার অপরাধে মো: হারুন নামের একজন হোটেল বাবুর্চিকে ভ্রাম্যমান আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

২৭ অক্টোবর বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিভীষণ কান্তি দাশ, ঘটনার বিষয়ে স্থানীয় ব্যক্তিবর্গ বা আসামীকে আটকের সময় উপস্থিত জনতার বক্তব্য, পুলিশ তদন্তের প্রতিবেদন, ভিকটিম এর লিখিত বক্তব্যের বিচার-বিশ্লেষনের পর এই রায় প্রদান করেন। মাটিরাঙ্গা থানার মামলা নং-২৬, দন্ডবিধির ৫০৯ ধারানুযায়ী এ রায় প্রদান করেন বিচারক।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন পিপিএম। এ ছাড়াও ভাম্যমান আদালত পরিচালনা কালে মাটিরাঙ্গা থানা পুলিশের প্রতিনিধি হিসেবে এএসআই আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post