• December 13, 2024

মাটিরাঙ্গায় শনাক্ত হলো করোনা রোগী

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: করোনাভাইরাস ! ধুর ছাই এটা কি আর মাটিরাঙ্গাতে আসবে ? সমস্যা নেই, মাস্ক ও সাবান দিয়ে হাত না ধুইলেও চলবে ! অবহেলার ছলে মুখে অনেকেই এমন কথা বহুবার বললেও করোনা তার ভয়ানক ছোবল দিতে শেষ পর্যন্ত আমাদের মাটিরাঙ্গাকেও ছাড়েনি।

অবশেষে সনাক্ত হলো এ উপজেলার প্রথম করোনা রোগী। ২২ মে রাত সাড়ে ১২টায় খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের ০৩৭১৬১৬৮২ নং ফোন নম্বরে কল করলে কর্তব্যরত ডাঃ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে আক্রান্ত ব্যক্তির বাড়ী মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড কাজী পাড়ায়। সে মাটিরাঙ্গা হাসপাতালের কর্মরত ষ্টাফ বলে জানা গেছে বিশ^স্তসুত্রে।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ- “উপজেলা প্রশাসন,মাটিরাঙ্গা-ইউএনও মাটিরাঙ্গা” নামের সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া পোষ্ট থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post