• February 19, 2025

করোনা দুর্যোগে মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে গুইমারা রিজিয়নের উদ্যোগে হত-দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা অব্যহত রেখেছে সেনা সদস্যরা।
২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন প্রত্যন্ত আদর্শগ্রাম, দলিয়াপাড়া, লাতু লিডারপাড়া, ইসলাম নগর’সহ বিভিন্ন এলাকার ২ শতাধিক হত-দরিদ্রজনসাধারণের মাঝে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার। এসময় তিনি বলেন, করোনা মহামারিতে পাহাড়ের হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
পাহাড়ের কোন মানুষ খাদ্য কষ্টে থাকবেনা। যতদিন করোনা পরিস্থিতির উন্নতি না হবে ততদিন সেনাবাহিনীর খাদ্য সহায়তা অব্যহত থাকবে। অনুষ্টানে অন্যান্যের মধ্যে মেজর মোঃ আরিফুর দৌলা, ক্যাপ্টেন নাসিফ হোসাইন উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post