• December 26, 2024

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা বিক্রেতা মাসুদ গ্রেফতার

মাটিরাঙ্গা প্রতিনিধি: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে মাটিরাঙ্গা মুসলিম পাড়া হতে মোঃ মাসুদ রানা (৩০) পিতা মোঃ শরিয়ত উল্লাহ‘কে তল্লাশি চালিয়ে ২৫ টি ইয়াবার ট্যাবলেটসহ আটক করা হয়।

১৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে ঐ যুবক এলাকাতে ইয়াবা বিক্রি করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের মেজর মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে নিরাপত্তার বাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে ঐ যুবককে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে আটককৃত যুবক স্বীকার করে সে দীর্ঘদিন যাবত এলাকাতে ইয়াবা ব্যবসা করে আসছিল। এরপর তাকে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন পিপিএম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা গেছে এবং জিঙ্গাসাবাদে স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবত বাইল্যাছড়ি. রসুলপুর, মুসলিম পাড়ায় ইয়াবা ব্যবসা করে আসছিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post