মাটিরাঙ্গায় সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ ও কম্পিউটার প্রদান

স্টাফ রিপোর্টার: পার্বত্যাঞ্চলের পিছিয়েপড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে সরকারের নানা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। উন্নয়নের এ ধারা অব্যহত রাখতে জাতি-গোষ্ঠি, ধর্ম-বর্ণ, নির্বিশেষে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান, ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লে: কর্ণেল নওরোজ নিকোশিয়ার। সকালে মাটিরাঙ্গা জোন কর্র্তৃক আয়োজিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষন কান্তি দাশ, পৌর মেয়র সামছুল হক, ক্যাপ্টেন হাসিব, ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরাসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারী মাসে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্স শুরু হয়। দীর্ঘ কোর্স শেষে মঙ্গলবার প্রশিক্ষনার্থীদের মাঝে সদন পত্র বিতরণ করা হয়। আগামী জুন মাসে পুনরায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন কোর্স শুরু হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post