মাটিরাঙ্গায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি: মাটিরাঙ্গায় সড়ক দূর্ঘটনায় লিটন চাকমা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। ১৩ এপ্রিল ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সাপমারা ব্রিজ এলাকায় এ দু

রামগড়ে হাইকোর্টের নির্দেশনায় ৯ ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা
খাদ্য সহায়তা নিয়ে কর্মহীন মানুষের পাশে উপজেলা প্রশাসন
রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি: মাটিরাঙ্গায় সড়ক দূর্ঘটনায় লিটন চাকমা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। ১৩ এপ্রিল ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সাপমারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত লিটন চাকমা জেলার পানছড়ি উপজেলার জগানশ্বর পাড়ার ফুলোময় চাকমার ছেলে।

বিষয়টি নিয়ে মাটিরাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রমজান জানান, ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা কলাবাহী জিপ (বগুড়া-২০৭৬) ও খাগড়াছড়িগামী ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৮-২৫১০) দুর্ঘটনা কবলিত হয়। এ সময় জিপের সামনের সিটে বসে থাকা হেলপার লিটন চাকমা রাস্তায় পড়ে গেলে ট্রাকের নিচে চাপায় আহত হন।

এ সময় পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন জানান, ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।