• July 27, 2024

মাটিরাঙ্গায় ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষধ জব্দ,  ১জন আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় অবৈধ ভারতীয় ঔষধ পাচারের সাথে জড়িত দিনমোহন ত্রিপুরা (২৪) নামে একজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। দিন‌মোহন ত্রিপুরা (২৪) মা‌টিরাঙ্গা সদর ইউ‌নিয়‌নের ৭নং ওয়া‌র্ডের ধনিরামপাড়ার চাঁন ‌মোহন ত্রিপুরা প্রকাশ কু‌লি ত্রিপুরার ছে‌লে।
২৮ মার্চ বিকালের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদয়পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় ঔষধসহ তাকে আটক করা হয়। বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় ঔষধ আটকের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ উপায়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় ঔষধ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদয়পাড়া এলাকায় মজুদ করা হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় দীনমোহন ত্রিপুরার একচালা ঘরে মজুদ করা ১০টি প্লাস্টিকের বস্তায় রাখা ৬ লাখ ২৫ হাজার ৮শ ৪০ পিস অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দিনমোহন ত্রিপুরাকে আটক করে মাটিরাঙা থানা পুলিশ।
এ ঘটনায় অবৈধ ভারতীয় ঔষধ পাচারের সাথে জড়িত দিনমোহন ত্রিপুরাসহ দুই জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রায়ই সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় ঔষধ প্রবেশ করছে। এসব ভারতীয় ঔষধ অবৈধ পথে আমদানি রোধে মাটিরাঙ্গা থানা পুলিশ কাজ করছে। আটককৃত ভারতীয় ঔষধের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকারও বেশী বলে জানিয়েছেন তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post