• October 7, 2024

মাটিরাঙ্গা আইডিয়াল হাই স্কুলের মিলনমেলা অনুষ্ঠিত

 মাটিরাঙ্গা আইডিয়াল হাই স্কুলের মিলনমেলা অনুষ্ঠিত

মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা আইডিয়াল হাই স্কুলের অনুষ্ঠিত হয়েছে ।

১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আইডিয়াল হাই স্কুলের নিজস্ব হলরুমে এই মিলনমেলা অনুষ্ঠিত হয় ।
সকল উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা পরিচালক এবং সম্মানিত পরিচালক বৃন্দ এই মিলনমেলায় অংশ গ্রহন করে ।

এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির কর্মকর্তা আহসান উদ্দিন,ফরহাদ খান মোঃ মমিন হোসেন, আরিফুল ইসলাম বীরবল কুমার আর্য, রাশেদা আক্তার, মোস্তফা কামাল, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাদ্দাম হোসেন, দীপলাল ত্রিপুরা এবং পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সকল প্রধান শিক্ষক,সহকারি শিক্ষকসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
মিলনমেলা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইডিয়াল স্কুল এর উদ্যোক্তা মোঃ সাদ্দাম হোসেন , পরিচারনা কমিটির সভাপতি মোঃ আহসান উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ মমিন হোসেন,
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নেতা মাসুদ পারভেজ ৷ তিনি বিদ্যালয়টির কার্যক্রমকে আরো সুন্দর ও মানসম্মত করে পরিচালনা করতে সার্বিক সহযোগিতা প্রদানের আহবান জানিয়ে ন্ব স্ব অবস্থান থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন ।

সবশেষে বিদ্যালয়টিকে খাগড়াছড়ির অন্যতম স্মার্ট ও সমপযোগী বিদ্যাপিঠ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের নিকট সর্বাত্তক সহযোগিতা প্রত্যাশা রেখে মিলনমেলাত্তর আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠা উদ্যোক্তা ও প্রধান শিক্ষক মোঃ জাফর আহাম্মদ ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post