• December 13, 2024

মাটিরাঙ্গা আওয়ামীলীগের নির্বাচনী প্রস্তুতি সভা

মাটিরাঙ্গা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে মনোনীত বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে প্রস্তুতি সভা করেছে মাটিরাঙ্গা পৌর ৮ ও ৯ নং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দরা।

১০ ডিসেম্বর দুপুরে নিজেদের দলীয় প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার প্রতীক বরাদ্ধ পাওয়ার খবর শুনে বিকালেই তারা এই সভার আয়োজন করে। সভায় দলীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করার লক্ষে উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে তা চলমান রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ‘কে বিজয়ী করতে হবে।

সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি জালাল আহমেদ মজুমদার, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: সোহেল রানা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুল খালেক, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল অদুদ তালুকদার, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান আছাদ, এম এ পারভেজ, যুবলীগ নেতা আরিফ হোসেন, আল ইমরান রিপন, রবিউল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রমুখ। সভা শেষে দলীয় নেতাকর্মীরা নৌকার সমর্থনে একটি আনন্দ মিছিল বের করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post