• July 27, 2024

মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগের সমাবেশ অনুষ্ঠিত

 মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগের সমাবেশ অনুষ্ঠিত

মাটিরাঙ্গা প্রতিনিধি: মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সহসভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোঃ ওয়ালী উল্লাহ অলি মেম্বার । উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন ভুইয়া, উপজেলা কৃষক লীগের সিষ্টিয়ারিং কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, উপজেলা কৃষক লীগের সিষ্টিয়ারিং কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আলী মিয়া ।

বাংলাদেশ কৃষক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ অলি উদ্দিন ছিদ্দিকী ফুয়াদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক মোঃ রুবেল, উপজেলা কৃষক লীগের সমবায় বিষয়ক সম্পাদক মোঃ টিটু মীর, আইসিটি বিষয়ক সম্পাদক রাম্রাচাই চৌধুরী রাজন, উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক খানজাহান আলী, উপজেলা কৃষকলীগের সহসভাপতি মোঃ মফিজুল ইসলাম মফিজ, উপজেলা কৃষকলীগের সহসভাপতি মোঃ খোকন মিয়া, উপজেলা কৃষক লীগের সহসভাপতি মোঃ চান মিয়া প্রমুখ ।

সাংগঠনিক কার্যক্রমে আরো অধিকতর সমন্বয় সাধনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মতামত প্রদান করেন বক্তারা । অনাগত দিনে কৃষকলীগের কার্যক্রমকে আরো জোরদার করতে হবে উল্লেখ করে বক্তারা ১১ সদস্য বিশিষ্ট আংশিক পৌর কমিটি গঠন করার পরিকল্পনা ব্যক্ত করে তা বাস্তবায়নের পরামর্শ দেন । এ সময় প্রধান অতিথি, মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগকে আগামী তিন মাসের মধ্যে এক নম্বর সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন । জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনু্যায়ী মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগের সার্বিক উন্নয়নে কাজ করার গুরুত্বরোপ করেন তিনি ।

বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সহসভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোঃ ওয়ালী উল্লাহ অলি মেম্বার বলেছেন, নিজেদের সকল মান অভিমান ভুলে আাবারো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান কৃষকলীগ নেতাকর্মী দের প্রতি । এছাড়াও কৃষক লীগের উন্নয়নে সরকারি বরাদ্দ সহ যে কোন সুযোগ সুবিধা প্রাপ্তিতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন উপজেলা কৃষক লীগের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ওয়ালী উল্লাহ অলি মেম্বার । এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপজেলা ও পৌর ওয়ার্ড থেকে আগত কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post