• June 24, 2024

মাটিরাঙ্গা উপজেলা মহিলালীগের বর্ধিত সভা

মাটিরাঙ্গা প্রতিনিধি: নিজেদের মধ্যে চলমান নানা ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক‘কে বিজয়ী করতে হবে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শামছুল হক নেতাকর্মীদের বলেন,ঘরে ঘরে গিয়ে আওয়ামীলীগের উন্নয়ন কার্যক্রম জনগনের কাছে প্রচার হবে। এ সময় তিনি দীর্ঘদিন পর হলেও মাটিরাঙ্গা উপজেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা আহবানে সন্তোষ প্রকাশ করে আগামী ১০ সেপ্টেম্বর মাটিরাঙ্গা উপজেলা মহিলা আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠান করার ঘোষণা দেন। এর আগে বর্তমান কমিটিকে মাটিরাঙ্গার পৌর ও ইউনিয়ন পর্যায়ের কাউন্সিল সম্পন্ন করার আহবান জানান তিনি। ২৮ জুলাই শনিবার মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাটিরাঙ্গা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আলী হোসেনের সঞ্চালনা ও মাটিরাঙ্গা উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মনোয়ারা বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ক্রয়সাইঞো চৌধুরী, সহ-সভানেত্রী নিগার সুলতানা, সাধারণ সম্পাদিকা শাহিনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদিকা বাঁশরী মারমা, সাংগঠনিক সম্পাদিকা বাসন্তি চাকমা প্রমুখ। কৃষি বিষয়ক সম্পাদিকা হাজেরা বেগম, সদস্য রহিমা বেগম, খাগড়াছড়ি পৌর কমিটির সাধারণ সম্পাদিকা জুলেখা বেগম, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদিকা মিসেস হাসিনা বেগম, সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা আছমা সারোয়ার, উপজেলা মহিলা আওয়ামীলীগ সদস্য জাহানারা বেগম ,পৌর মহিলা আওয়ামীলীগ নেত্রী ছালেহা বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগ সদস্য আছমা বেগম, রহিমা বেগম, শাহিনুর আক্তার, ফাতেমা,তাইন্দং এর হোসনে য়ারা, গোমতি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের মনোয়ারা বেগম। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মহিলা আওয়ামীলীগের বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post