• February 19, 2025

মাটিরাঙ্গা কেন্দ্রীয় জগন্নাথ মন্দির অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব

 মাটিরাঙ্গা কেন্দ্রীয় জগন্নাথ মন্দির অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব

মাটিরাঙ্গা প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি ২৯৮নং আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য খাগড়াছড়ি এলাকায় বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। তিনি ধর্ম যার যার রাষ্ট্র সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার সব ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় নির্মানসহ সৃসমহারে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মন্তব্য করে সকলকে যার যার অবস্থান থেকে সমাজের উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

শুক্রবার বিকালে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জগন্নাথ মন্দির আয়োজিত অষ্টপ্রহর ব্যপী মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠান পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন। এ সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, সাধারন সম্পাদক সুবাস চাকমা, সাবেক উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান দেলোয়ার হোসেন,বাংরাদেশ ত্রিপরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি হেমেন্দ্র ত্রিপুরা, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল গনি, মাটিরাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চন্দ্র বিকাশ ত্রিপুরা, সাধারন সম্পাদক কোকোনাথ ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চন্দ্র কিরণ ত্রিপুরা, মেম্বারদের মধ্যে অমৃত কুমার ত্রিপুরা, মলেন্দ্র লাল ত্রিপুরা, ধর্ম জ্যোতি ত্রিপুরা, ২০৬ নং দলদলী মৌজার হেডম্যান দীন মোহন ত্রিপুরা, জগন্নাথ মন্দিরের পুরোহিত ররীন্দ্র চক্রবর্ত্তী। এর আগে সকাল থেকে রাত অবদি মন্দির প্রঙ্গনে বিভিন্ন প্রসাধনী ও ধর্মীয় সামগ্রী সহ হরেক রকম জিনিষপত্রের দোকান বসে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post