মাটিরাঙ্গা জোনে ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার: রহমত, বরকত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান সম্প্রীতি, সংযম, ধৈর্য, সহানুভূতি ও পারস্পারিক সম্পর্ককে মজবুত করার শিক্ষা দেয় উল্লেখ করে ২৪ আর্টিলারী ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম বলেছেন, মাহে রমজান আমাদের হিংসা, বিদ্বেষ ও হানাহানি ভুলে সুন্দর জীবন গঠনের শিক্ষা দেয়। রমজানের সংযম থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। মিথ্যাচার থেকে বেরিয়ে এসে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষে মানুষে সাম্প্রদায়িক সম্প্রীতিকে মজবুত করতে হবে। বিকালে ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে অনুষ্ঠানে অন্যান্যের মাধ্যে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিষন কান্তি দাস, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বড়ুয়া, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবর্গ ও সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আগে ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিগণকে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।