মাটিরাঙ্গা জোনে নিরাপত্তা সম্মেলন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোন সদরে মাসিক নিরাপত্তা সম্মেলন অনুাষ্ঠত হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার সকালে জোন সদরে অনুষ্ঠিত মাসিক নিরা

খাগড়াছড়িতে ‘গণতন্ত্র হত্যা দিবসে’ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশ 
মহালছড়িতে মিলনপুর বন বিহারে কঠিন চিবর দানোৎসব
পানছড়িতে মৎস্য সপ্তাহ’র সমাপনি ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোন সদরে মাসিক নিরাপত্তা সম্মেলন অনুাষ্ঠত হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার সকালে জোন সদরে অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা সম্মেলন ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল নওরোজ নিকোশিয়ার। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে ধর্ম, বর্ণ, জাতি-গোষ্ঠি নির্বিশেষে সকলে সহাবস্থান বজায় রেখে বসবাস করছে মন্ত্যব্য করে বলেন, যারা বহি:বিশ্বে দেশের সুনাম ক্ষুন্ন করতে দেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। পাহাড় নিয়ে একটি আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন জোন কমান্ডার।

এসময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র সামছুল হক, ২২আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মো: সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার খায়রুল আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়–য়া, ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরাসহ জোনের দায়িত্বপূর্ন এলাকার বিভিন্ন পাড়া মহল্লার হেডম্যান-কারবারী, ইমাম, ভান্তে, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।