• July 27, 2024

মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের নবীনবরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদেরই ভূমিকা রাখতে হবে মন্তব্য করে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রকিবউদ্দিন খান বলেছেন, ছাত্রদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। একইভাবে গুনগত শিক্ষার জন্য ছাত্র, শিক্ষক ও অভিবাবক এই তিনের সমন্বয়ে শিক্ষা পদ্ধতি পরিচালিত হবে। ভালো ফলাফলের পাশাপাশিশি শিক্ষার্থীদের সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে নিজেকে প্রস্তত করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে। সকালে মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্ণেল কাজী শামশের উদ্দিন ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post